শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি, পুলিশের বাধা

মহানবীর ব্যঙ্গ কার্টুন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১০, ২৭ অক্টোবর ২০২০  
ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি, পুলিশের বাধা

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (২৭ অক্টোবর): ফ্রান্সে রাসুল (সা.) এর ব্যঙ্গ কার্টুন  প্রকাশের প্রতিবাদে বাংলাদেশস্থ ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। 

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর  বায়তুল  মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কর্মীরা জড়ো হতে থাকে। পরে বেলা ১১টার দিকে সেখান থেকে ফরাসি দূতাবাসের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা হয় সংগঠনের নেতাকর্মীরা।

ফরাসি দূতাবাস ঘেরাওয়ে ইসলামী আন্দোলন মিছিলে একাংশ। ছবি বিজনেস ইনসাইডার

এসময়  মিছিলে  ইসলামী  আন্দোলনের নেতাকর্মীরা ফরাসি প্রেসিডেন্টের ক্ষমা চাওয়া, ফ্রান্সের পণ্য বয়কট করার আহবান জানিয়ে শ্লোগান দেওয়া হয়। মিছিলটি শান্তিনগর মোডে আসলে পুলিশী বাধা মুখে সেখানেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে সংগঠনের নেতারা। 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রতীকি ছবিতে জুতা পড়িয়ে বিক্ষোভ। ছবি: বিজনেস ইনসাইডার

 

এর আগে বায়তুল  মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক  সম্পর্ক  ছিন্ন  করা, সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপন করা, বাংলাদেশ  থেকে ফ্রান্সের দূতাবাস সরিয়ে দেওয়াসহ কয়েকটি দাবি তুলে ধরেন। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুমকি দেন বক্তারা। 

গত ১৬ অক্টোবর ফ্রান্সের রাজধানী  প্যারিসের উপকণ্ঠে দেশটির এক স্কুল শিক্ষকের শিরচ্ছেদ করে ১৮ বছর বয়সী এক তরুণ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিতর্কিত কার্টুন শিক্ষার্থীদের  প্রদর্শনের কারণে ক্ষুদ্ধ ওই তরুণ হত্যা করে ওই স্কুল শিক্ষককে।

পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত এবং বিভিন্ন ভবনের গায়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিতর্কিত সেই কার্টুনের প্রর্দশন করে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্টুনের প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন।

এসব ঘটনার প্রতিবাদে পুরো মধ্যপ্রাচ্যে ফ্রান্সের পণ্য বর্জন শুরু হয়। 
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়