Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ইরফানকে কাউন্সিলর পদ থেকে বরখাস্তের সিদ্ধান্ত 

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইরফানকে কাউন্সিলর পদ থেকে বরখাস্তের সিদ্ধান্ত 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৪৩, ২৭ অক্টোবর ২০২০   আপডেট: ২০:৪৪, ২৭ অক্টোবর ২০২০
ইরফানকে কাউন্সিলর পদ থেকে বরখাস্তের সিদ্ধান্ত 

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা(২৭ অক্টোবর): অস্ত্র ও মাদক মামলায় কারাদন্ডে দন্ডিত ইরফান সেলিমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের উর্ব্ধতন এক কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন।   

স্থানীয় সরকার বিভাগের জেষ্ঠ্য সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, দন্ডিত হওয়ার বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশন  থেকে প্রতিবেদন পাওয়ার পর ইরফান সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়ায় তিনি বরখাস্ত হবেন। 

এখানে উল্লেখ্য, স্থানীয় সরকার সিটি করপোরেশন আইনে উল্লেখ রয়েছে, কেউ সাজা প্রাপ্ত হলে তিনি বরখাস্ত হবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধর এবং বাড়ি তল্লাশির পর র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কারাদন্ড দেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গত ২৫ অক্টোবর রাতে রাজধানীর কলাবাগান ট্রাফিক সিগন্যালের অদূরে একটি মোটরসাইকেলকে জিপ গাড়ির ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত হয়।  একপর্যায়ে 'সংসদ সদস্য স্টিকার' লাগানো গাড়িটি থেকে নেমে আরোহীরা মোটরসাইকেল আরোহী নৌবাহিনীর এক কর্মকর্তাকে পিটিয়ে রক্তাক্ত করেন। এই অভিযোগে গাড়ির আরোহী ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজি সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম, গাড়িচালক মিজানুর রহমান ও দেহরক্ষী জাহিদকে গ্রেপ্তার  করা হয়। 

পরদিন সোমবার পুরান ঢাকার বাড়িতে অভিযান চালিয়ে ইরফানকে মদ্যপানের জন্য এক বছর এবং অবৈধভাবে ওয়াকিটকি রাখার দায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

গ্রেপ্তার ও কারাদন্ডের পর ইরফান সেলিমকে কারাগারে নিচ্ছে র‌্যাব

ইরফান ও তাঁর সহযোগীরা গাড়ি থেকে নেমে লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারধর করার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এদিকে আজ মঙ্গলবার ভোরে ইরফানের ব্যক্তিগত সহকারী এ বি সিদ্দিক দীপুকে (৪৫) টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়