সচিবালয়ে প্রবেশে পাশ এক বছরের জন্য স্থগিত
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (২৪ ডিসেম্বর): সচিবালয়ে প্রবেশে সকল ধরণের দর্শনার্থী পাশ ও বেসরকারি এক বছর মেয়াদি অস্থায়ী পাস স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এতথ্য জানান।
গত ১৭ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোঃ ফিরোজ উদ্দিন খলিফা স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি বাস্তবায়নের সকল মন্ত্রনালয়/বিভাগের নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ওই চিঠিতে অতিমারী কোভিট-১৯ এর দ্বিতীয় টেউ মোকাবেলা এবং সংক্রমণ ঠেকাতে চারটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা চারটি বিষয় হলো, দৈনিক দর্শনার্থীদের প্রবেশ পুন:আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে; সিচিবালয়ে প্রবেশের জন্য এক বছর মেয়াদি বেসরকারি অস্থায়ী পাশ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো; অপ্রয়োজনীয় দর্শনার্থী প্রবেশ নিরুৎসাহিত করা এবং সচিবালয়ে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকারমস্থ আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে আপাতত সকল মন্ত্রনালয়/বিভাগের মাইক্রোবাস গুলোর পাকিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা।