দেশে এখনো করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানেনি: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: পিআইডি
ঢাকা (২৪ ডিসেম্বর): স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সাপ্তাহে দেশে অক্সফোর্ডের তিন কোটি করোনার ভ্যাকসিন আসবে। বৃহস্পতিবার স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে এখনো করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানেনি। আমরা এখনো ভাল আছি, ভাল থাকতে চাই। সংক্রমণ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও ভারতের চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভাল আছে দাবি করে তিনি বলেন, পুরো ইউরোপ লকডাউনে চলে গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এই মহামারী নিয়ন্ত্রণে রেখেছে। এখানে মৃত্যুর হারও কম। এর জন্য চিকিৎসকদের ধন্যবাদ।
জাহিদ মালেক বলেন, আমাদের চিকিৎসকরা অব্যাহত ভাবে সেবা দিয়ে যাচ্ছেন। ৮০ শতাংশ রোগী বাসায় থেকে টেলিমেডিসিন সেবা নিয়ে ভালো হয়েছেন। ২ হাজার ডাক্তার ও ১৫০০ নার্স নিয়োগ দেয়া হয়েছে স্বল্প সময়ে।
মহামারীতে সরকারি প্রতিষ্ঠানের যেসব চিকিৎসক মারা গেছেন এবং যারা আক্রান্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দ্রুত দেওয়ার ব্যবস্থা হচ্ছে বলে তিনি চিকিৎসকদের আশ্বস্ত করেন। মন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বাচিপ সভাপতি ডা. ইকবাল আর্সলানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রমুখ।