অবশেষে মুক্তি পেলেন ফটোসাংবাদিক শফিকুল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (২৫ ডিসেম্বর): ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এ সময় কারাফটকে তার পরিবারের সদস্যসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
কাজলের ছেলে মনোরম পলক জানান, দুপুর পৌনে ১২টার দিকে তার বাবাকে নিয়ে বাসায় পৌঁছেছেন। পলক জানান, তার বাবা অত্যন্ত ক্লান্ত। সুস্থ বোধ করলে তিনি সবার সঙ্গে কথা বলবেন।
১৭ ডিসেম্বর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ দুই মামলায় কাজলকে জামিন দিলে তার কারামুক্তি পথ খোলে।
এর আগে রাজধানীর শেরে-বাংলানগর থানায় দায়ের করা আরেক মামলায় ২৪ নভেম্বর কাজলকে জামিন দেয় হাইকোর্টের একই বেঞ্চ।
নরসিংদী যুব মহিলা লীগের নেত্রী (পরে বহিষ্কৃত) শামীমা নূর পাপিয়ার হোটেল ওয়েস্টিনকেন্দ্রিক কারবারে জড়িতদের নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে ৯ মার্চ শেরেবাংলা নগর থানায় মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে এই মামলা করেন সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। এ মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকেও আসামি করা হয়।
এছাড়া গত ১০ ও ১১ মার্চ হাজারীবাগ ও কামরাঙ্গীরচর চর থানায় সাংবাদিক কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা হয়।
১১ মার্চ ঢাকার চকবাজারের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন কাজল। প্রায় দুই মাস ‘নিখোঁজ’ থাকার পর ২ মে যশোরের বেনাপোল সীমান্ত থেকে কাজলকে গ্রেপ্তার করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সেখান থেকে গ্রেপ্তারের পর থেকে প্রায় আট মাস কারাবন্দি কাজলের মোট ১৩বার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।