যুক্তরাজ্য থেকে ফিরলে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (২৮ ডিসেম্বর): যুক্তরাজ্য থেকে ফেরা যাত্রীদের অবশ্যই ১৪ দিনের কোয়ানেন্টিনে থাকতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রী সভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করেন। ব্রিফিংয়ে সচিব বলেন, লন্ডন থেকে দেশে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিনে যেতে হবে।
ঢাকার দিয়াবাড়ী ও হজ্ব ক্যাম্পে কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, কিছু হোটেলের ব্যবস্থাও রাখা হবে। হোটেলে কোয়ারেন্টিনে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকেই হোটেল খরচ বহন করতে হবে।
কখন থেকে এ নির্দেশনা কার্যকর হবে সেটা সোমবার রাতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে ঠিক করে জানিয়ে দেয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন রূপ শনাক্ত করার পর বিশ্বের প্রায় ৫০টি দেশ সেদেশের সঙ্গে বিমান চলাচলসহ অন্যান্য যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সৌদি আরব আজ এক বিবৃতির মাধ্যমে এ নিষেধাজ্ঞা আরো এক সপ্তাহের জন্য বৃদ্ধি করেছে।