২৪টি পৌরসভায় ভোটগ্রহন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (২৮ ডিসেম্বর): দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহন শেষ হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহন শুরু হয়ে সেটা চলে বিকেল ৪টা পর্যন্ত। খবর বাসস।
ইসি সচিবালয়ের যুগ্মসচিব (পরিচালক গণসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, নির্বাচনী এলাকার পরিবেশ ও পরিস্থিতি বেশ ভাল। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি।
তিনি জানান, শনিবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত সব নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রোববার মধ্যরাত থেকে আজ মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিক আপ চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জরুরী প্রয়োজনের গাড়ি এবং হাইওয়ে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
প্রথম ধাপে এ নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ১৬০ জন। এ নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও উময়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ ৫টি দলের ৯৩জন মেয়র প্রার্থী। এর সঙ্গে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও মেয়র পদে লড়ছেন। এবারের পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলন পদে নিদর্লীয় প্রতীকে ভোট ২৪ পৌরসভায় সংরক্ষিত কাউন্সিলর পদে ২৬৬জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৮০১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিটি পৌরসভায় একজন মেয়র, তিনজন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৯ জন করে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হবেন। ভোটের পরপরই ফল নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ আইন শৃংখলা বাহিনীর সদস্য শনিবার রাত থেকেই টহল শুরু করেছে। চার স্তরের এ নিরাপত্তা থাকবে শেষ পর্যন্ত। সঙ্গে রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।