করোনায় আরো ৩০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (২৯ ডিসেম্বর): সারাদেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫০৯ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে সারা দেশে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৮১জন। এ নিয়ে মোট করোনা সনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১১ হাজার ২৬১ জনে।
এতে আরো বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ২৪৫জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩জন হয়েছে।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৩০জনের ১৯জন পুরুষ ও ১১জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮২০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫৮৮ টি। এখন পর্যন্ত ৩১ লাখ ৯৯ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ নমুনায় ৮ দশমিক ১০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ৯৮ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৮ দশমিক ৯১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৭ শতাংশ।