১৮ জানুয়ারি জাতীয় সংসদের অধিবেশন আহবান
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (৩১ ডিসেম্বর): রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৮ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আহবান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতা বলে তিনি এ অধিবেশন করেন। খবর বাসস।
মুজিব বর্ষ উপলক্ষ্যে এর আগে ৮ নভেম্বর জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলেছে। এ ১০ কার্যদিবসের মধ্যে ৯ থেকে ১৫ নভেম্বর বিশেষ অধিবেশ কার্যক্রম পরিচালনা করা হয়। ওই অধিবেশনে পাশ করা হয়েছে ৯টি বিল।
বিশেষ অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ভাষণ দেন। এছাড়া প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার পক্ষ থেকে উত্থাপিত কার্যপ্রনালী বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রস্তাবটি সর্ব সম্মতভাবে গৃহীত হয়।