করোনায় ৩১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (৭ জানুয়ারি): করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে মৃতের সংখ্যা এক দিনে প্রায় দ্বিগুন বেড়েছে। ২৪ ঘণ্টায় আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ১৭ জন। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭১৮ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে সারা দেশে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জনে।
এতে আরো বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৬৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন হয়েছে।
২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে ১১ জন পুরুষ আর ১০ জন নারী। এদের মধ্যে ২৯ জন হাসপাতালে এবং দুইজন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ১৮ জন ঢাকা বিভাগের, ৬ জন চট্টগ্রামের, ২ জন করে মোট ৬ জন রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন।
২৪ ঘণ্টায় সারা দেশে ১৮১টি ল্যাবে ১৫ হাজার ৩৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৮১০ টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৫৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৬৭ শতাংশ।