সাঈদ খোকনের মামলার প্রত্যাহারে তাপসের অনুরোধ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা(১২ জানুয়ারি) : ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে করা দুটো মানহানির মামলা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার পুরান ঢাকায় অনুষ্ঠিতব্য সাকরাইন ঘুড়ি উৎসব-১৪২৭ নিয়ে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধ জানান।
মেয়র তাপস বলেন, দেশের মানুষ বিষয়টিরেত হাস্যকর হিসেবে দেখছে। কেউ একটি দায়িত্ববান পদে থাকলে অনেকেই অনেক কথা বলবে। গতকাল যে মামলা হয়েছে, এর সঙ্গে আমি জড়িত নই। অতি উৎসাহী কিছু লোক এই মামলা করেছে। তাদের আমি মামলা প্রত্যাহারের জন্য বলবো।
এখানে উল্লেখ্য, গত শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক মানববন্ধনে বর্তমান মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন সাবেক মেয়র সাঈদ খোকন। এরপরেই গতকাল সোমবার সাবেক মেয়রের বিরুদ্ধে মানহানির অভিযোগে দুটি মামলা করা হয়। ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে দুটি মামলার একটি বাদি হলেন কাজী আনিসুর রহমান, অন্যটির বাদী অ্যাডভোকেট মো. সারোয়ার আলম।