প্রথম ধাপেই কোভিড-১৯ টিকা যারা পাচ্ছেন
বিশেষ প্রতিবেদন || বিজনেস ইনসাইডার
ইনফোগ্রাফ বিজনেস ইনসাইডার
ঢাকা (১২ জানুয়ারি): সব ঠিকঠাক থাকলে দেশে ফেব্রুয়ারির শুরু থেকে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। এজন্য সরকার টিকাদানের পরিকল্পনাও নতুন করে সাজিয়েছে। টিকার ৫০ লক্ষ ডোজ ৫০ লাখ মানুষকে দেওয়া হবে।
এদিকে, পরিকল্পনা অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যে ৫০ লক্ষ ডোজ দেশে আসবে, এর বেশিরভাগ বৃদ্ধদের দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।
এরপরেই অগ্রাধিকারের তালিকায় আছে বীর মুক্তিযোদ্ধা, চিকিৎসক, সামরিক-বেসামরিক আইন-শৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা-কর্মচারি, গণমাধ্যমকর্মী, জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উল্লেখযোগ্য।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম এ প্রসঙ্গে বিজনেস ইনসাইডার’কে বলেন, প্রথমেই কারা টিকা পাবেন, তা নিয়ে আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি। পরিকল্পনা অনুযায়ী প্রথম দফায় যে ৫০ লাখ ডোজ টিকা আসবে, এর একটি বড় অংশ সিনিয়র সিটিজেনদের (৬০ বছরের উপরে) দেওয়া হবে। কারণ এই বয়সীদের মৃত্যুর হার বেশি।
তিনি আরও জানান, আমরা শুরুতে টিকা প্রদানের যে পরিকল্পনা নিয়েছিলাম, তাতে কিছু পরিবর্তন আনা হয়েছে। এইক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে সবকিছু করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, প্রথম পর্যায়ে মোট জনসংখ্যার ৮ দশমিক ৬৮ শতাংশ মানুষ টিকা পাবে। এই হিসেবে মোট জনসংখ্যার এক কোটি ৫০ লক্ষ মানুষকে টিকা দেওয়া হবে।
এরমধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে প্রথম পর্যায়ের প্রথম ধাপে ৭৭ বছরের বেশি বয়স্কদের জন্য সবচেয়ে বেশি টিকা বরাদ্দ রাখা হয়েছে।এই জনগোষ্ঠিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। ৮০ বছরের বেশি একটি ভাগ, ৭৭-৭৯ বছর বয়সীদের জন্য আরেকটি ভাগ।
এই জনগোষ্ঠির মোট ২৪ লক্ষ ১৬ হাজার ৬২৬টি টিকা বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে ৮০ বছরের বেশি বয়স্কদের জন্য ১৩ লক্ষ ১২ হাজার ৯৭৩টি এবং ৭৭-৭৯ বয়সী বয়স্কদের জন্য ১১ লক্ষ ৩ হাজার ৬৫৩টি।
এরপরেই অগ্রাধিকারের তালিকায় আছেন বীর মুক্তিযোদ্ধারা। ২ লক্ষ ১০ হাজার বীর মুক্তিযোদ্ধাকে প্রথম ধাপেই টিকা দেওয়া হবে।
কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে দায়িত্ব পালনকারী চিকিৎসক-নার্সদের ৫ লক্ষ ৪৬ হাজার ৬১৯ জন এই টিকা পাবেন। তবে প্রথম ধাপে পাবেন ২ লক্ষ ৭৩ হাজার ৩১০ জন।
সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা-আইনশৃঙ্খলা বাহিনীর ৩ লক্ষ ৬০ হাজার ৯১৩ জনের মধ্যে প্রথম ধাপে টিকা পাবেন ১ লক্ষ ৮০ হাজার ৪৫৭ জন।
এছাড়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ২৫ হাজার জন, ২৫ হাজার গণমাধ্যমকর্মী, ৮৯ হাজার ১৪৯ জন জনপ্রতিনিধি, সিটি করপোরেশন ও পৌরসভার ৭৫ হাজার কর্মচারী, মৃতদেহ সৎকারে নিয়োজিত কর্মীদের ৩৭ হাজার ৫০০ জন প্রথম ধাপেই টিকা পাবেন।
পাশাপাশি জরুরি পানি, গ্যাস, বিদ্যুৎ , পয়ঃনিস্কাশন, ফায়ার সার্ভিস ও বিমানবন্দরে কর্মরত ২ লক্ষ কর্মীকে এবং স্থল, নৌ ও বিমানবন্দরে কর্মরত ৭৫ হাজার জন এবং ৬০ হাজার প্রবাসী অদক্ষ শ্রমিক, জেলা-উপজেলা পর্যায়ে ২ লাখ সরকারি কর্মচারি, ১০ হাজার ৯৩২ জন খেলোয়াড়কে প্রথম ধাপেই টিকা দেওয়া হবে।