আরব আমিরাতের ভিসা সেন্টারে বিস্ফোরণ; নিহত ১
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (১৩ জানুয়ারি): রাজধানীর গুলশান-২ সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইম্পিরিয়াল ফাইন্যান্স নামের ১৪ তলা এই ভবনটির নিচতলা আমিরাতে ভিসা সেন্টারের অফিস ছিল। এদিকে, এই বিস্ফোরণের ঘটনায় ১ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ৬ জন। ফায়ার সার্ভিস সূত্রে এ খবর জানা গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনটির কেন্দ্রীয় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) এই বিস্ফোরণ হয়।
দমকল বিভাগের কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেছেন, একটি বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। বিস্ফোরণে একজন মারা গেছেন। আহত আরও ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা ভবনটি পরীক্ষা করে দেখছেন।
পুলিশ জানিয়েছে, নিহতের নাম আজিজুল হক। তার বয়স ত্রিশের কাছাকাছি। তিনি আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র টেকনেশিয়ান ছিলেন।
গুলশানের অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানিয়েছেন, বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরাও সেখানে যাচ্ছে। তিনি বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।