চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভ্যাকসিন সংরক্ষণের ‘ফ্রিজার’
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (১৪ জানুয়ারি): করোনাভাইরাসের ভ্যাকসিন সংরক্ষণের জন্য একটি ’কোল্ড স্টারেজ ফ্রিজার’ চট্টগ্রাম বন্দরে পৌছেছে। বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টমস কমিশনার এম ফখরুল আলম বিজনেস ইনসাইডারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফখরুল আলম বলেন, বন্দরের দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষ হলেই আমরা ফ্রিজারটি ছেড়ে দেব। আজ রাতেই এটি ঢাকার উদ্দেশ্যে পাঠানো হতে পারে বলে তিনি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস মালয়শিয়া থেকে প্রায় ৭০,০০০ ডলার মূল্যে ফ্রিজারটি আমদানি করেছে। ৪০ ফুট একটি কনটেইনারে এটি চটগ্রাম বন্দরে পৌঁছেছে।
এখন পর্যন্ত বাংলাদেশ দুইটি উৎস থেকে কোভিড-১৯ এর ভ্যাকসিন কিনছে বলে নিশ্চিত হওয়া গেছে।
ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে আসবে ৩০ মিলিয়ন ভ্যাকসিন। আর কোভ্যাক্স থেকে কেনা হচ্ছে ৬৮ মিলিয়ন ভ্যাকসিন।
ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণের জন্য প্রয়োজন মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর সেরাম ইন্সটিউটের ভ্যাকসিন ২-৮ ডিগ্রি সেলসিয়াসেই সংরক্ষণ করা যাবে।