বইমেলার তিনটি তারিখের প্রস্তাব যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি: সংগৃহীত
ঢাকা (১৭ জানুয়ারি): সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বইমেলা শুরুর দিন নির্ধারণে তিনটি তারিখ প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠানো হচ্ছে। তিনি সম্মতি দিলেই বইমেলা শুরুর ঘোষণা দেয়া হবে। রোববার বাংলা একাডেমিতে লেখক-প্রকাশকদের নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।
মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ২০২১ সালের অমর একুশে বইমেলার জন্য সম্ভাব্য তারিখ হিসেবে ২০ ফেব্রুয়ারি, ১৭ এবং ২৭ মার্চ এর প্রস্তাব করে প্রধানমন্ত্রীর সম্মতির জন্য তার কাছে প্রস্তাব আকারে পাঠানো হচ্ছে। তিনি যে দিন বই মেলা শুরুর দিন হিসেবে নির্ধারণ করবেন, সেদিন থেকেই এবারের বই মেলা শুরু হবে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই বিষয়টি আমরা জানিয়ে দেব।
এর আগে লেখক-প্রকাশকদের নিয়ে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেছিলেন, ভার্চুয়াল নয়, বইমেলা হবে আগের মতোই। শুধু তারিখ ঘোষণা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে পয়েলা ফেব্রুয়ারিতে মেলা শুরু করতে পারছি না। আজকে আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরাসরি বই মেলা হবে। কোনো ভার্চুয়াল মেলা হবে না। করোনা সংক্রমণ ও মৃত্যু হার কমছে। করোনা পরিস্থিতি আরও উন্নতি হলে আমরা আয়োজন করবো।’
২০২১ সালের অমর একুশে বইমেলার তারিখ নির্ধারণ নিয়ে বেলা সাড়ে ১১টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এর আগে বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফীন, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ প্রমুখ।