উপহারের টিকা আসছে বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার
ঢাকা(১৯ জানুয়ারি): ভারত সরকারের পক্ষ থেকে উপহারের করোনাভাইরাসের ২০ লাখ ডোজ টিকা আগামীকাল নয়, বৃহস্পতিবার বাংলাদেশে এসে পৌঁছাবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের উর্ব্ধতন এক কর্মকর্তা জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুষ্ঠিত এক সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ফ্লাইট সিডিউল অনুযায়ী ভারত সরকারের উপহারের টিকা বাংলাদেশে আসবে । সেটা আগামিকাল বা পরশুও হতে পারে। এখন পর্যন্ত ফ্লাইট সিডিউল জানা যায়নি।
ওই সভায় তিনি আরও জানান, দেশে করোনাভাইরাসের টিকা কোন গুরুত্বপূর্ণ ব্যাক্তির শরীরে প্রয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু হবে না। শুরুতে সম্মুখ সারির যোদ্ধাদের দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্যদের দেওয়া হবে।
গত সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক অনুষ্ঠানে জানিয়ে ছিলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার গভীর বন্ধুত্বের নিদর্শন হিসেবে ভারত সরকার উপহার হিসেবে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ট টিকা দিচ্ছে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বিজনেস ইনসাইডার’কে বলেন, টিকাতো আগামীকাল আসার কথা। তবে তা নির্ভর করছে ফ্লাইড সিডিউলের উপর। আগামি দু’একদিনের মধ্যে চলে আসবে। তিনি জানান, উপহারের টিকা ব্যবহারের জন্য ওষুধ প্রশাসনের অনুমতি চাওয়া হয়েছে।
এদিকে, উপহারের টিকা শুল্কমুক্ত ছাড়ের জন্য মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রনালয়।