চিনিকল বন্ধ হয়নি, মাড়াই কাজ স্থগিত রাখা হয়েছে: শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: শিল্পমন্ত্রী নূরুল মজিদ
ঢাকা(১৯ জানুয়ারি): দেশে কোনো চিনিকল বন্ধ করা হয়নি উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ বলেন, কয়েকটি চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের লিখিত জবাবে শিল্পমন্ত্রী এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন ১৫টি চিনিকলের মধ্যে ৬টি মাড়াই কার্যক্রম ২০২০-২১ মৌসুমের জন্য স্থগিত রাখা হয়েছে। বাকী ৯টি মাড়াই কার্যক্রম চলছে।
সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের লিখিত প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী বলেন, চিনি শিল্পকে রক্ষা করতে ১৪টি চিনিকলে বর্জ্য পরিশোধনাগার স্থাপনের প্রকল্প চলমান রয়েছে। দেশের মোট ১৫টি চিনি কলের মধ্যে ১৪টি অলাভজনক।
তিনি জানান, লাভজনক চিনি কলটি হচ্ছে কেরু এন্ড কোম্পানি (বিডি) লিমিটেড। তিনি বলেন, চিনি শিল্পকে রক্ষার লক্ষ্যে চিনি শিল্পের আধুনিকায়ন ও পরিবেশ সুরক্ষায় বিএসএফআসি'র আওতায় দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। প্রকল্পগুলো হলো বিএমআর অব কেরু অ্যান্ড কোং লিমিটেড ও ১৪টি চিনিকলে বর্জ্য পরিশোধনাগার স্থাপন।
মন্ত্রী জানান, ২০২০-২০২১ অর্থবছরে এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প প্রস্তাবনা হিসেবে ছয়টি চিনিকলে পুরানো সেন্ট্রিফিউগ্যাল মেশিন, জুস ক্লারিফায়ার এবং রোটারি ভ্যাকুয়াম ফির্টারের জন্য আধুনিক যন্ত্রপাতি প্রতিস্থাপন, কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড, অণুজীব ল্যাবরেটরি আধুনিকীকরণসহ কেরু ডিস্টিলারি প্লান্টের জন্য ইটিপি স্থাপন, রাজশাহী চিনিকলে ফল প্রক্রিয়াজাতকরণ ও বোতলজাতকরণ প্লান্ট স্থাপন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং ঠাকুরগাঁও চিনিকলের আধুনিকায়ন, বহুমুখীকরণ ও বিটসুগার প্লান্ট স্থাপনের সম্ভাব্যতা যাচাই অন্তর্ভুক্ত।
এছাড়া নাটোর জেলার লালপুর উপজেলা, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার দামুহুদা উপজেলায় বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে শিল্প কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান মন্ত্রী।