বৃহস্পতিবার

১৯ সেপ্টেম্বর ২০২৪


৪ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বিত্তবানদের দুস্থদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩২, ৩১ অক্টোবর ২০২০  
বিত্তবানদের দুস্থদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

ছবি: ফাইল ফটো

ঢাকা(৩১ অক্টোবর): স্ব স্ব এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অবস্থাপন্ন বিত্তশালৈিদর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন মানুষকে ঘর উপহার দেওয়ার সচিবদের কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গৃহহীন ১৬০টি পরিবারের জন্য ঘরের চাবি হস্তান্তর করেনস সচিবরা। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হন। 

প্রধানমন্ত্রী বলেন, যদিও করোনাভাইরাসের কারণে অনেকর কাজ থমকে গেছে। তারপরও  আপনারা দেখেছেন, আমরা কিন্তু বসে  নেই। এই করোনাভাইরাসের মধ্যেও আমরা একেবারে গ্রাম পর্যায়ের মানুষের কাছে আর্থিক সহায়তা  পৌঁছে দেওয়ার চেষ্টাও করে যাচ্ছি। 

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি মনে করি যারা আমাদের বিত্তশালী তারা যদি একটু যার নিজ নিজ এলাকায় প্রত্যেকেই যদি অন্তত কিছু দুস্থ পরিবারের দিকে ফিরে তাকায়। কাউকে একটা ঘর করে দিলে, তাদের কিছু কাজের ব্যবস্থা করে দিল। তাদের একটু সহযোগিতা করল। শুধু নিজে ভাল থাকবো। নিজে সুন্দর থাকব। নিজে আরাম আয়েশে থাকবো- আর আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ তারা কষ্টে থাকবে, এটা তো মানবতা না, এটা তো হয় না।

মুজিববর্ষে নিজস্ব অর্থায়নে গৃহহীনদের ঘর উপহার জন্য সংশ্লিষ্ট  সচিবদের  প্রতি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি  বলেন, তাঁরা এই চিন্তাভাবনা থেকে দেশেপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আজকে  যে মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন, তাদের একটা মাথা  গোঁজার ঠাঁই করে দিয়েছেন, একটা ঘর করে দিয়েছেন। এটি একটি মহৎ কাজ আপনারা করেছেন।

ভবিষ্যতেও এভাবে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে, জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব।

গণভবন  প্রান্তে অন্ষ্ঠুানটি সঞ্চালনা করেন  প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়