সিএমএ জুন-২০২০ পরীক্ষার ৫৩ জন উত্তীর্ণ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ফাইল ফটো
ঢাকা (০২ ফেব্রুয়ারি): ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর অধীনে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কুমিল্লা, দোহা (কাতার) কেন্দ্রে অনুষ্ঠিত সিএমএ জুন-২০২০ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পুরাতন সিলেবাস অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫২ জন এবং নতুন সিলেবাস অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন একজন। মঙ্গলবার আইসিএমএবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সব ছাত্র-ছাত্রী সিএমএ ফাইনাল পরীক্ষায় পাস করেছেন তাদের নাম ও রোল নম্বর এবং যারা অন্যান্য লেভেলে উত্তীর্ণ হইয়াছেন তাদের রোল নম্বর নিম্নে দেয়া হল।
সিএমএ চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ (পুরাতন সিলেবাস) হয়েছেন ৫২ জন। এরা হলেন: বিপ্লব কুমার সন্ন্যাসী (ঢাকা-২৯৪৮৪), মোঃ আবু বকর ছিদ্দিক (ঢাকা-২৯৫১০), নাভিদ আহসান (ঢাকা-২৯৫৩৩), মোঃ আবদুর রহিম (ঢাকা-২৯৫৭৮), মুহাম্মদ হাসান আখতার (ঢাকা-২৯৬৫৪), মোঃ আলাউদ্দিন (ঢাকা-২৯৬৫৬), মো: সাখাওয়াত হোসেন ভুঁইয়া (ঢাকা-২৯৭৬৩), মেহমুদ কায়ছার (ঢাকা-২৯৭৬৭), মুহাম্মদ শামীম মাহফুজ (ঢাকা-২৯৮৪১), মোহাম্মদ আশরাফুর রহমান (ঢাকা-২৯৯৪৫), আশরাফুল আলম (ঢাকা-২৯৯৪৭), আলাউল হাসান ভূইঁয়া (ঢাকা-২৯৯৫০), মোঃ মিরাজ হোসেন (ঢাকা-২৯৯৫৫), তানিয়া ইয়াসমিন খান (ঢাকা-২৯৯৬৫), সাগর কুমার কুন্ডু (ঢাকা-২৯৯৭৩), শেখ মোঃ মোশাররফ হোসেন (ঢাকা-৩০০২৩), কাজী মুহাম্মদ মঈনুল ইসলাম (ঢাকা-৩০০৭০), মোহাঃ মোসাহেব কাক্কা (ঢাকা-৩০০৭৯), আঃ মোমিন (ঢাকা-৩০০৮৮), মোঃ সালাহ্উদ্দিন (ঢাকা-৩০১০৭), মোহাম্মদ রফিকুল ইসলাম (ঢাকা-৩০১২৩), সাইফুল ইসলাম (ঢাকা-৩০১২৯), মোঃ নূরুল ইসলাম মোল্যা (ঢাকা-৩০১৫৪), মোহাম্মদ আলমগীর হোছাইন (ঢাকা-৩০২৬৯), জাবেদ মোহাম্মদ মোসাভী (ঢাকা-৩০৩৪২), মোঃ আরীফুল ইসলাম ভূইয়া (ঢাকা-৩০৪৫১), মোঃ ইমাম হোসেন মজুমদার (ঢাকা-৩০৪৭৭), ওয়াহিদ সাবের কাঞ্চন (ঢাকা-৩০৪৯২), মোঃ মাহমুদুল হাসান (ঢাকা-৩০৪৯৭), মোঃ জাহিদ হোসেন (টিপু) (ঢাকা-৩০৫৪২), মোঃ আবুল কাসেম (ঢাকা-৩০৬৫৭), মোঃ আমিনুল ইসলাম (ঢাকা-৩০৬৯২), মোঃ আরিফুজ্জামান (ঢাকা-৩০৮১৫), তমাল কান্তি সাহা (ঢাকা-৩০৮৩২), মোঃ খলিলুর রহমান (ঢাকা-৩০৮৮০), বিমল কৃষ্ণ পাল (ঢাকা-৩০৯৫৮), মোঃ মাহফুজুর রহমান (ঢাকা-৩১০৫৫), আবু তৈয়ব (ঢাকা-৩১১৩৭), মোহাম্মদ আখতার হোসাইন (ঢাকা-৩১১৩৮), সাইফুল ইসলাম (ঢাকা-৩১১৪২), মনির হোসেন (ঢাকা-৩১২৫৩), মোঃ মোশারফ হোসেন (ঢাকা-৩১২৬০), শামসুল ইসলাম (ঢাকা-৩১৩৭৬), সুরাইয়া জাবীন (ঢাকা-৩১৪০১), সুস্মিতা দাশ (ঢাকা-৩১৬২৪), মোঃ মাহবুবুল হাসান সোহেল (ঢাকা-৩১৬৪৮), মোঃ গিয়াস উদ্দিন (ঢাকা-৩১৭৭৯), মোঃ আবু হেনা (ঢাকা-৩১৯১৬), মনজুরুল ইসলাম ভূঁইয়া (চট্ট-০৪৩৫৮), মাহতাব উদ্দিন (চট্ট-০৪৩৭৯), চন্দ্রশেখর দাশ গুপ্ত (চট্ট-০৪৪২২) এবং মোঃ আব্দুজ জাহের চৌধুরী (চট্ট-০৪৬০৭)।
সিএমএ চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ (নতুন সিলেবাস) হয়েছেন একজন। তিনি হলেন মোঃ মাইন উদ্দিন (ঢাকা-২৯৭২০)।