করোনায় শনাক্ত নেমেছে ৩ শতাংশের নিচে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ইনফোগ্রাফ: বিজনেসইনসাইডারবিডি
ঢাকা (০৩ ফেব্রুয়ারি): দেশে ২৪ ঘণ্টায় ৪৩৮জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে শনাক্তের হার নেমে এসেছে ৩ শতাংশের নিচে। এপ্রিলের পর এই প্রথম শনাক্তের হার ৩ এর নিচে নেমেছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে সারা দেশে শনাক্ত হয়েছেন ৪৩৮জন। সোমবার এ সংখ্যা ছিল ৫২৫ জন। এতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৯২ শতাংশে। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জনে।
এতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ১২ জন। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৬২ জন।
এতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৭৮ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জন হয়েছে।
একদিনে মৃত্যুবরণকারী ১৩ জনের মধ্যে ১১জন পুরুষ এবং ২ জন নারী ছিলেন। এদের মধ্যে ১১ জন হাসপাতালে এবং ২ জন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ৮ জন ঢাকা বিভাগে, ২জন করে চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগের ৬ জন এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা ছিলেন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।