বিটিআরসি কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
ঢাকা (০৪ ফেব্রুয়ারি): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার রমনায় বিটিআরসির কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
বঙ্গবন্ধু কর্নারে জাতির জনকের বর্ণাঢ্য জীবন, কর্ম, আদর্শ এবং রাজনৈতিক সামাজিক, আন্তর্জাতিক পরিমন্ডলের নানামুখী কর্মকাণ্ড ও স্বাধীনতার আন্দোলন সংগ্রাম নিয়ে বিভিন্ন লেখকের মোট ১০৬টি বই রয়েছে।