বিপুল পরিমান ভিওআইপি সরঞ্জামসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেছেন র্যাব-১০ অধিনায়ক মাহফুজুর রহমান
ঢাকা (০৪ ফেব্রুয়ারি): রাজধানীর নিউমার্কেট, তুরাগ এবং শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) -১০ ।
আটককৃত ব্যক্তিরা হলেন ভিওআইপি ব্যবসা চক্রের মূল হোতা মোঃ কাজী এম এম মাহমুদ ওরফে ছোটন (৩২), রাকিব হাসান ৩০ এবং বাবর উদ্দিন (৩০) ।
এই সময় তাদের কাছ থেকে ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত ১৯ টি সিমবক্স ডিভাইস, ৪১৬ টি জিএসএম এন্টেনা, ৩ হাজার ৪’শ পিস টেলিটক সিম, ৭ টি মিনি কম্পিউটার, ৩ টি ওয়ারলেস রাউটার, ৫ টি বাংলা লায়ন মডেম ও রাউটার, ৩ টি ল্যাপটপ সহ প্রায় ৫ কোটি টাকা সমমূল্যের সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরান বাজারস্থ র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-১০ অধিনায়ক মাহফুজুর রহমান জানান, ৩ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে রাজধানীর নিউমার্কেট থানাধীন কাঁটাবন এলিফ্যান্ট রোডের তালহা এন্টার প্রাইজ নামক প্রতিষ্ঠানে অবৈধ ভিওআইপি যন্ত্রাংশ বিক্রয় হচ্ছে।
এই সংবাদের ভিত্তিতে র্যাব-১০ ও বিটিআরসি অভিযান পরিচালনা করে চারটি সিমবক্স ডিভাইস, ২ টি মোবাইল সহ ২ জনকে আটক করে। পরবর্তীতে তাদেও দেয়া তথ্যমতে তুরাগ থানাধীন রমজান মার্কেটের একটি কক্ষ থেকে অবৈধ ভিওআইপি ব্যবসার মূল হোতা মোঃ কাজী এম এম মাহমুদ ওরফে ছোটনকে গ্রেফতার করে ব্যবসায় ব্যবহৃত বাকি সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিটিআরসি কর্মকর্তাদেও দেয়া তথ্যমতে, উক্ত অবৈধ টেলিযোগাযোগ স্থাপনার মাধ্যমে প্রতিদিন আনুমানিক ৬ লক্ষ আন্তর্জাতিক কল মিনিট অবৈধভাবে দেশে টার্মিনেট করা সম্ভব। এরফলে বর্তমান আর্ন্তাতিক কল টার্মিনেশন রেট অনুযায়ী দৈনিক প্রায় ৩ লক্ষ টাকা ও বছরে প্রায় ১০ কোটি ৯৫ লক্ষ টাকা সরকারের রাজস্ব ফাঁকি দেয়া সম্ভব।