Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
যেকোন সময় স্কুল খুলবে, শিক্ষকদের টিকা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর 

রোববার

১৭ নভেম্বর ২০২৪


৩ অগ্রাহায়ণ ১৪৩১,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

যেকোন সময় স্কুল খুলবে, শিক্ষকদের টিকা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৪২, ৯ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২০:৪২, ৯ ফেব্রুয়ারি ২০২১
যেকোন সময় স্কুল খুলবে, শিক্ষকদের টিকা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর 

ছবি: কোভিড-১৯ টিকা নিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

ঢাকা (০৯ ফেব্রুয়ারি): দেশের স্কুলগুলো যেকোন সময় খুলে দেওয়া হতে পারে। এজন্য সকল শিক্ষক ও কর্মকর্তাকে টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

মঙ্গলবার সকালে সচিবালয় ক্লিনিকে কোভিড-১৯ টিকা নেওয়ার পর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এতটাই আন্তরিক শিক্ষার প্রতি, উনি গতকাল এবং এর আগেও আমাকে ফোন দিয়ে বলেছেন যে, তোমার সকল শিক্ষককে টিকা দিয়ে নাও, আমরা যেকোনো সময় স্কুল খুলে দেব, যাতে আমার  কোনো শিক্ষক (টিকার) আওতার বাইরে না থাকে।

এসময় শিক্ষকদের কবে টিক্ াদেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষকদেও জন্য এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রনালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা আজ থেকে সাতদিনের মধ্যে টিকা নেওয়া শেষ করব।

প্রতিমন্ত্রী নিজের টিকা নেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, আমার কাছে স্বাভাবিক মনে হল, আমরা অন্যান্য যে ইনজেকশন নেই তার চেয়ে আমার কাছে অনেক আরামদায়ক মনে হল।

তিনি জানান, আমাদের সচিবসহ সকলেই নিয়েছেন। তাদেও কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমার এলাকায়ও নিয়েছেন, তাদেরও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। 

তিনি শিক্ষাকদের অনুরোধ জানিয়ে বলেন, যারা টিকার আওতায় পড়বেন, চল্লিশের উপর বয়সের সবাইকে টিকা নেওয়ার জন্য। শিক্ষক-শিক্ষিকা সবাই যেন যথাসময়ে টিকা নিয়ে স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসেন। আর মাস্ক ব্যবহার করতে হবে সবাইকে।

দেশে করেনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়