করোনার টিকা নিয়েছেন সাড়ে ২৮ লাখ মানুষ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
গ্রাফ: বিজনেসইনসাইডারবিডি
ঢাকা (২৬ ফেব্রুয়ারি): দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর ১৬ দিনে ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন টিকা নিয়েছেন। আর টিকা নিতে নিবন্ধন করেছেন ৪০ লাখ ৫৭ হাজার ৯০৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ইনফরমেশন সার্ভিসেস (এমআইএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে ৬৯৬ জনের মাঝে উপসর্গ দেখা দিয়েছে। তবে তাদের মাঝে কী ধরনের উপসর্গ দেখা গেছে, সেটা স্পষ্ট জানা যায়নি।
দেশকে করোনাভাইরাস মহামারী থেকে মুক্ত করতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি ডোজ টিকা কেনার ত্রিপক্ষীয় চুক্তি করেছে বাংলাদেশ। সেখানে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্টাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’ দেওয়া হচ্ছে বাংলাদেশে।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এরই মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফায় ৭০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। এর বাইরে ভারত সরকারের উপহার হিসেবে এসেছে ২০ লাখ ডোজ টিকা।