প্রেসক্লাবের সামনে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: প্রেসক্লাবের সামনে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (২৮ ফেব্রুয়ারি): রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়েছে। অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মেরেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ওবিবার সকাল সোয়া ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের কর্মসূচি ঘিরে সকাল ১০টা থেকে বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাব এলাকায় জড়ো হতে থাকেন। বেলা সোয়া ১১টার দিকে তারা রাস্তায় নামেন।
এসময় পুলিশ তাদের বাধা দেয়। বাধা দেওয়ার একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। পুলিশের লাঠিপেটায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। তারপর নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। ভাঙ্চুর করেন আশপাশে। তখন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। নেতাকর্মীদের যাকে সামনে পায়, তাকে লাঠিপেটা করে। চলে পাল্টাপাল্টি ধাওয়া।