দলাদলির কারণে সুন্দর বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছি: ফখরুল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঢাকা(০২ মার্চ): দলাদলির কারণে উদার ও সুন্দর বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ গড়ার প্রত্যয় ছিল , তা আমরা করতে পারিনি। উদার রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছি। আমরা সবাই দলাদলি করেছি, বিভক্ত হয়েছি, এই দায় আমাদের।
মঙ্গলবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়া শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দলাদলি আর বিভক্তির কারণেই উদার ও সুন্দর বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছি, এর দায় কোনভাবেই এড়ানো যাবে না।
ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ গড়ার যে প্রত্যয় ছিল ৫০ বছর পরও সে স্বপ্ন বাস্তবায়ন করা যায়নি। এখন সবাই মিলে সুন্দও দেশ ও রাষ্ট্র গড়ে তুলতে হবে।
ফখরুল বলেন, রাজনৈতিক ব্যর্থতার কারণে দেশে বারবার ব্যর্থ হচ্ছে গণতান্ত্রিক যাত্রা। যার খেসারত দিচ্ছে জনগণ। এসব দলাদলি ভুলতে পারলেই সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যাবে। শিশুদের জন্য একটা সুন্দর আবাসস্থল গঠনে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।