শাহীন রেজা নূরকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
শাহীন রেজা নূর (ফাইল ছবি)
ঢাকা (০৩ মার্চ): বিশিষ্ট সাংবাদিক শাহীন রেজা নূরের কফিনে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার সাবেক সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বুধবার সকালে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনার পর সেখানে সর্ব স্তরের মানুষের ঢল নামে। সেখানে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মন্ত্রী, রাজনৈতিক নেতা, লেখক, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৩ ফেব্রুয়ারি কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে মারা যান শহীদ সাংবাদিক সিরাজউদ্দীন হোসেনের ছেলে ও প্রজন্ম’৭১ এর সাবেক সভাপতি শাহীন রেজা নূর। বুধবার ভোরে তার মরদেহ দেশে এসে পৌঁছায়।
বিমানবন্দর থেকে প্রথমেই কফিন নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ে তার পৈতৃক বাড়িতে। সেখানে জানাজা শেষে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার আরেক দফা জানাজা হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে শাহীন রেজা নূরের প্রতি শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির,
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, গণসংগীত শিল্পী ফকির আলমগীর, রবীন্দ্র সংগীতশিল্পী ড. মকবুল হোসেন, কবি শাহানা আক্তার মহুয়া, ঊদীচীর সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম, প্রজন্ম’৭১ এর পক্ষে আসিফ মুনির তন্ময়, গৌরব একাত্তরের সাধারণ সম্পাদক এফএম শাহীন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন।
এছাড়া জাসদ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, কেন্দ্রীয় খেলাঘর, বাংলাদেশ আবৃতি শিল্পী সংসদ, র্যামন পাবলিশার্স, কণ্ঠশীলনসহ বিভিন্ন সামিাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শাহীন রেজা নূরকে দাফন করা হবে বলে তার ছেলে সৌরভ রেজা জানিয়েছেন।