Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
জাতিসংঘে ৭ই মার্চের ভাষণ বিষয়ে ৫ ভাষায় বই

মঙ্গলবার

১৯ নভেম্বর ২০২৪


৫ অগ্রাহায়ণ ১৪৩১,

১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতিসংঘে ৭ই মার্চের ভাষণ বিষয়ে ৫ ভাষায় বই

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:০৭, ৬ মার্চ ২০২১  
জাতিসংঘে ৭ই মার্চের ভাষণ বিষয়ে ৫ ভাষায় বই

ছবি: দ্য হিস্টরিক সেভেন্থ মার্চ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : আ ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ বইয়ের প্রচ্ছদ

ঢাকা (০৬ মার্চ): জাতিসংঘে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বিষয়ক একটি বই ৫টি দাপ্তরিক ভাষায় (ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, রুশ ও চীনা) প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘দ্য হিস্টরিক সেভেন্থ মার্চ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : আ ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’। 

শুক্রবার প্যারিস সময় সকাল ১০টায় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থায় (ইউনেসকো) আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, রুশ ও চীনা ভাষী ১২ জন রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধিরা বইটির মোড়ক উন্মোচন করেন। প্যারিসে বাংলাদেশ দূতাবাস এবং ইউনেস্কোতে বাংলাদেশ স্থায়ী মিশন বইটি প্রকাশ করে।

প্রসঙ্গত, ২০১৭ সালে ভাষণটি ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে’ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অর্ন্তভুক্ত হয়। এরপর এই প্রথম বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় অনূদিত হলো। ইউনেস্কো সদর দপ্তওে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় শুধু আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করা হয় এবং দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

ইউনেস্কোতে যুক্তরাজ্য, ফ্রান্স, আইভরি কোস্ট, অস্ট্রেলিয়া, সৌদি আরব, মৌরিতানিয়া, সেনেগাল, স্পেন, কিউবা, কুয়েত, রাশিয়া, চীন ও বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য দেন। 

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ তাঁর স্বাগত বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল মূলত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। এ ভাষণ দীর্ঘ ৯ মাসের মুক্তিসংগ্রামে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়