রমজানের অতি আবশ্যক ৬ পণ্যের মজুদ পর্যাপ্ত : মন্ত্রিপরিষদ সচিব
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম (ফাইল ফটো)
ঢাকা (০৯ মার্চ): রমজানের অতি আবশ্যক ৬ পণ্যের মজুদ পর্যাপ্ত আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রিসভাকে এ বিষয়ে আশ্বস্ত করেছে।
মঙ্গলবার কেবিনেট বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সামনে রমজান সেজন্য কতগুলো বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ ভাবে জরুরি প্রয়োজন হয়েছে যায় যেমন ভোজ্য তেল, চিনি, ছোলা, মুসুর ডাল, খেজুর, পেঁয়াজ এবং আদা এই কয়টি পণ্য।
তিনি বলেন, আজকে কেবিনেট বৈঠকে বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রিপরিষদকে আশ্বাস্ত করেছে যে আমাদের যে পরিমাণে চাহিদা আছে। সে তুলনায় আমাদের মজুদ কমফোর্টেবল আছে। এছাড়া টিসিবি যে সকল পণ্য আমদানি করছে সেটা রোজার অনেক আগেই দেশের মধ্যে চলে আসবে। অত্যন্ত যে ছয়টা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি প্রয়োজন সেগুলোর কোন অসুবিধা হবে না।
উপস্থিত সাংবাদিকরা এ পণ্যগুলোর দাম বাড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, আশা করা যাচ্ছে সরবরাহে কোন ঘাটতি হবে না। আর দাম বৃদ্ধির বিষয়টা অনেকটা নির্ভর করে বাজারের ওপরে। দাম বৃদ্ধির বিষয়টা সরবরাহ যখন বেশি থাকবে বা মাল্টিপল সাপ্লাই থাকে তবে দাম নিয়ন্ত্রণে থাকবে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় পরবর্তিতে আপনাদের বিস্তারিত জানাবে।