বাঘের হাড়সহ চীনা নাগরিক আটক
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিমানবন্দরে বাঘের হাড়সহ চীনা নাগরিক আটক
ঢাকা (১১ মার্চ): শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাঘের হাড়সহ এক চীনা নাগরিককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বুধবার রাতে আটকের সময় শু শাংজি নামের ওই চীনা নাগরিকের কাছ থেকে বাঘের চারটি হাড় উদ্ধার করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, এ ঘটনায় বিমানবন্দর থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ৬ নম্বর গেটের কাছে একজন চীনা নাগরিকের গতিবিধি সন্দেহজনক হলে তাকে অনুসরণ করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরবর্তীতে তাকে আর্মড পুলিশের অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তল্লাশি করা হলে তার কাছ থেকে চারটি হাড় উদ্ধার করা হয়। টি ব্যাগের দুটি প্যাকেট জোড়া দিয়ে তার ভেতরে টি ব্যাগের সঙ্গে ফয়েল পেপারে মোড়ানো ছিল হাড়গুলো।
শু শাংজি জিজ্ঞাসাবাদে জানান, এগুলো বাঘের হাড়। তিনি মনসুর আলী নামের এক ব্যক্তির মাধ্যমে এ হাড়গুলো সংগ্রহ করেছেন চীনে নিয়ে যাওয়ার জন্য। তার সঙ্গে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, ভারতের মুদ্রাও ছিল।