‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: রানওয়েতে রাখা উড়োজাহাজ ‘আকাশতরী’, সংগৃহীত
ঢাকা(১৩ মার্চ):বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সদ্য যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত নতুন দ্বিতীয় ও তৃতীয় ড্যাশ ৮-৪০০ ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি উদ্বোধন করেন।
এই উড়োজাহাজ দুটির নাম রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার বিখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড এইগুলো তৈরি করে। ড্যাশ-৮ বিমানটি খুব ছোট রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম। পরিচালনা খরচও কম।
উড়োজাহাজ দুটি বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা।