নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ঢাকায়
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
রাষ্ট্রপতি আবদুল হামিদ বিদ্যা দেবী ভান্ডারীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। ছবি: পিআইডি
ঢাকা (২২ মার্চ): দুই দিনের রাষ্ট্রীয় সফরে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী ঢাকায় এসে পৌঁছেছেন। সোমবার সকাল ১০টার দিকে নেপাল এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। খবর ইউএনবি।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সকাল ১০টা ১০ মিনিটে বিদ্যা দেবী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এ সময় ২১ বার তোপধ্বনির মাধ্যমে নেপালের প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয়। পরে তাকে তিন বাহিনীর সমন্বয়ে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
নেপালের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রেলমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইজিপিসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নেপালের প্রেসিডেন্টের প্রতিনিধি দলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
প্রেসিডেন্ট ভান্ডারী সোমবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে নেপালি প্রেসিডেন্টকে গ্রহণ করবেন।
এ উপলক্ষে প্রেসিডেন্ট 'নেপাল-বাংলাদেশ সম্পর্ক এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ' শীর্ষক এক বক্তব্য দেবেন।
বিকালে প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠকের কর্মসূচি রয়েছে বিদ্যা দেবি ভাণ্ডারীর। বৈঠকের পর তিনি বঙ্গভবনে রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।
তার এ সফরকালে পর্যটন খাত, সাংস্কৃতিক বিনিময়, বাণিজ্য এবং যোগাযোগের বিষয়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।