১৩৯ উপজেলায় গড়ে ভোট পড়েছে ৩৬.১%
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলায় ভোট হয়েছে বুধবার। এতে গড়ে ভোট পড়েছে ৩৬ দশমিক ১ শতাংশ। আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
তিনি বলেন, বুধবারের প্রথম ধাপের নির্বাচনে ৩৬.১ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়। সেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক এক শতাংশ।
এর আগে বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে।
কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের নির্বাচন অনেকটাই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট হয় বিকেল ৪টা পর্যন্ত। পরে ফল ঘোষণা করা হয়।