Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের

সোমবার

১৭ মার্চ ২০২৫


৩ চৈত্র ১৪৩১,

১৭ রমজান ১৪৪৬

৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৪৪, ১৯ মে ২০২৪  
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি আগামী বাজেটের আগে ৩০ শতাংশ বেতন বৃদ্ধি বৈষম্যহীন ৯ম জাতীয় বেতন স্কেল দেয়ার দাবি জানিয়েছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দাবি জানান সংগঠনের নেতারা। সংগঠনের মহাসচিব মো. ছালজার রহমান বলেন, বেতন বৃদ্ধি, ৯ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করাসহ অন্যান্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

তিনি বলেন, ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল দেয়ার পর গত ১০ বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি,

 চিকিৎসা খরচ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির শতভাগ মূল্য বৃদ্ধিতে সরকারি কর্মচারীরা অর্থকষ্টে জীবনযাপন করছেন। এই অবস্থা থেকে উত্তরণে অন্তর্বর্তীকালীন বিশেষ সুবিধা থেকে ৩০ শতাংশে উন্নীত করা ৯ম জাতীয় স্কেল ঘোষণার বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে অবসরের বয়সসীমা ৬৫ বছর এবং ইনক্রিমেন্টের শেষ ধাপ ব্লক না রেখে নিয়মিত ইনক্রিমেন্ট চালু রাখার দাবি জানান সংগঠনটির নেতারা।

বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. লুৎফুর রহমান বলেন, আমাদের দাবি আদায়ে আগামী ২১ মে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান, ২৬ থেকে ৩০ মে সব সরকারি প্রতিষ্ঠানে জনসংযোগ লিফলেট বিতরণ এবং জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মোহাম্মদ নুরনবি, রাহয়ন উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগরের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মামুন, অতিরিক্ত মহাসচিব তাপস কুমার শাহ, মো. আরিফুল ইসলাম প্রমুখ।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়