Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ঢাকা-দিল্লি ১০ সমঝোতা স্মারক সই, সাতটিই নতুন

বুধবার

২০ নভেম্বর ২০২৪


৬ অগ্রাহায়ণ ১৪৩১,

১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা-দিল্লি ১০ সমঝোতা স্মারক সই, সাতটিই নতুন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৫৫, ২২ জুন ২০২৪  
ঢাকা-দিল্লি ১০ সমঝোতা স্মারক সই, সাতটিই নতুন

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে ১০টি সমঝোতা স্মারক সই করেছে ঢাকা নয়াদিল্লি। এসব স্মারকের মধ্যে সাতটিই নতুন। এছাড়া তিনটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে।

দিল্লির হায়দরাবাদ হাউসে গতকাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এসব সমঝোতা স্মারক সই হয়। খবর: বাসস

দুই দেশের সরকারপ্রধানের উপস্থিতিতে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়। দুই নেতার বৈঠকের আলোচনায় মূলত দুই দেশের মধ্যে সংযোগ, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, সমুদ্র সম্পদ, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা উন্নয়ন অংশীদারত্বের বিষয় স্থান পায়। পরে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকের পর দুই নেতার উপস্থিতিতে সুনীল অর্থনীতি সমুদ্র সহযোগিতা, রেল, সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা সহযোগিতা, মৎস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ ১০টি ক্ষেত্রে সমঝোতা স্মারক সই হয়।

নতুন সাতটির মধ্যে বঙ্গোপসাগর ভারত মহাসাগরভিত্তিক সুনীল অর্থনীতি সমুদ্র সহযোগিতাবিষয়ক সমঝোতা চুক্তি হয় দুই দেশের সরকারের মধ্যে।

সমুদ্রবিজ্ঞান এবং ক্ষেত্রে সক্ষমতা বাড়ানোর বিষয়ে আরেকটি সমঝোতা চুক্তি হয় বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই) এবং কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) ইন্ডিয়ার মধ্যে।

ভারত-বাংলাদেশ রেলসংযোগবিষয়ক আরেকটি সমঝোতা স্মারকও সই হয়েছে।

টেকসই ভবিষ্যতের জন্য দুই দেশের মধ্যে ডিজিটাল সবুজ অংশীদারত্ববিষয়ক নতুন দুটি সমঝোতা চুক্তি হয়েছে।

যৌথ কৃত্রিম উপগ্রহ প্রকল্পের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার (ইন-স্পেস), ডিপার্টমেন্ট অব স্পেস, ভারতের ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে নতুন সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশ সরকারের।

ডিএসসিসি, ওয়েলিংটন এবং ডিএসসিএসসি, মিরপুরের মধ্যে সামরিক শিক্ষাসংক্রান্ত সহযোগিতার জন্য নতুন একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়।

এছাড়া মৎস্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার তিনটি সমঝোতা স্মারক নবায়ন হয়েছে এবার।

 

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়