মতিঝিল, হাটহাজারিতে ইন্টানেট বন্ধ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশনের লোগো
ঢাকা (২৬ মার্চ): চট্টগ্রামের হাটহাজারী ও রাজধানী ঢাকা মতিঝিলে এলাকার ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
শুক্রবার মোবাইল ফোন কোম্পানি এবং অন্যান্য ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার এ নির্দেশ দেওয়া হয়। বিটিআরসির এক উর্ধ্বতন কর্মকর্তা বিজনেস ইনসাইডার বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে চারজন নিহত ও পাঁচজন আহত হওয়ার পর বিটিআরসি এ নির্দেশ দিয়েছে।
শুক্রবারের ঘটনায় নিহতদের মধ্যে তিনজন হেফাজতে ইসলামের কর্মী এবং একজন পথচারী ছিলেন বলে বিজনেস ইনসাইডার বাংলাদেশকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বপালনকারী এএসআই (সহকারী উপ-পরিদর্শক) আলাউদ্দিন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ পাঁচ বিক্ষোভকারী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।
এর আগে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরুদ্ধে বিক্ষোভের সময় বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।