পাঁচজনের মৃত্যুতে আসক’র নিন্দা
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: আইন ও সালিশ কেন্দ্রের লোগো
ঢাকা (২৭ মার্চ): মোদিবিরোধী বিক্ষোভে পাঁচজনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। শনিবার সংস্থার নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত ও অত্যন্ত নিন্দনীয় বলে আইন ও সালিশ কেন্দ্র মনে করে। ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামে মাদ্রাসা ছাত্ররা ভূমি অফিস, রেল কার্যালয় পুলিশ ফাঁড়িসহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি জাতির জনকের ম্যুরাল ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বলপ্রয়োগের ঘটনাও ছিল অপ্রত্যাশিত।
এতে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর আগমনের বিরোধিতা করে কয়েকদিন ধরে মাদ্রাসা ভিত্তিক হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকেরা আন্দোলন করে আসছিল। আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগকেই এক্ষেত্রে একমাত্র পদক্ষেপ হিসেবে গ্রহণ করেছে বলে প্রতীয়মান হচ্ছে।
এতে আরো বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহ বিক্ষোভকারীদের অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পেশাদারিত্বের পরিচয় দিয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলে এ পরিস্থিতি এড়ানো যেত বলে আসক মনে করে। ভবিষ্যতে এ ধরনের সহিংসতা এড়াতে সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আসক প্রত্যাশা করে।
হামলা ও সংঘর্ষের ঘটনা নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীও জানিয়েছে আসক।