কয়লা বিদ্যুৎকেন্দ্রে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত ২
নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার
সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ সোমবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম (৫১) এবং নিরাপত্তাকর্মী রাশেদ জাওয়ারদার (২২)।
সরওয়ার আলমের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা গ্রামে। তার বাবার নাম আবদুর রহমান। তিনি বিদ্যুৎকেন্দ্রের সিকিউরিটি ইনচার্জের দায়িত্বে ছিলেন। রাশেদ জাওয়ারদারের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামে। তার বাবার নাম আবদুর রাজ্জাক। তিনি নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ বলেন, ভোরে দুই যুবক পাওয়ার প্ল্যান্টে চুরি করতে আসে। তাদের ধরার চেষ্টা করলে দুই নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুই জনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএস পাওয়ার প্ল্যান্টের সাইট প্রজেক্ট ম্যানেজার ফাইজুর রহমান বলেন , ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পাওয়ার প্ল্যান্ট থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নেয়া হয়। তাদের সরিয়ে নেয়ার পর পাওয়ার প্ল্যান্টে নিরাপত্তার অভাবে এই দূরঘটনা ঘটে।