তিস্তার পানি চুক্তির বিষয়টি সমাধান করতে হবে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার
সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (৬ সেপ্টেম্বর) শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই নিউজের ওয়েবসাইটে প্রকাশিত একটি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে মতপার্থক্য নিরসনের উপায় বের করবে, কারণ বছরের পর বছর বিলম্বিত করলে এটা কোন দেশের জন্যই কোন কাজে আসেবে না।
রাজধানীতে তার সরকারি বাসভবনে পিটিআই-এর সাথে সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, দুই দেশের মধ্যে পানি-বণ্টনের সমস্যাটি অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমাধান করা উচিত এবং তা জোর দিয়ে, কারণ বাংলাদেশের মতো নিচু নদীবেষ্টিত দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে যা তারা বজায় রাখতে চায়।
প্রধান উপদেষ্টা বলেন, বিষয়টি (পানি বণ্টন) নিয়ে বসে থাকার ফলে এতে কোন ফল হচ্ছে না। আমি যদি জানি, আমি কতটুকু পানি পাব, সেটা আমার জন্য ভালো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই, তাতেও কোন সমস্যা নেই। এই বিষয়টি সমাধান করতে হবে।