‘রাজনাথের বক্তব্যে উদ্বিগ্নের চেয়ে বেশি অবাক হয়েছি’
নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার
সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: ইউরোপ ও বাংলাদেশের পরিস্থিতি সামনে রেখে ভারতের পক্ষ থেকে তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রাজনাথ সিংয়ের বক্তব্যে যতোটা উদ্বিগ্ন, তার থেকে বেশি অবাক হয়েছি।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের সঙ্গে যুদ্ধ-বিগ্রহের আশঙ্কা দেখছে না জানিয়ে এই উপদেষ্টা বলেন, উনি (রাজনাথ) এটা তার নিজের দেশের কনজামপশনের জন্য বলেছেন কী না সেটা আমাদের বুঝতে হবে। উনি যেভাবে বলেছেন বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা। আমি কোনো রি-অ্যাকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই দেখবো উনি কেন এ কথা বলেছেন।
এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছেন কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমি এ মুহূর্তে এ প্রসঙ্গে কিছু বলতে চাই না। আমরা এখনই কোনো রিঅ্যাকশন দেখাতে চাই না। তবে অবশ্যই দেখবো কী হচ্ছে, কেন হচ্ছে।
এসময় তৌহিদ হোসেন বলেন, ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হলো, বাংলাদেশ তার কারণ জানতে চাইবে। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত কি না তাও আমরা দেখবো।
এদিকে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। তবে নয়াদিল্লির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।
এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মোদী জাতিসংঘ যাচ্ছে কিনা তা নিশ্চিত নয়। তার সঙ্গে বৈঠক এখনও নির্ধারিত হয়নি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মিসহ বিদ্রোহী সংগঠনের লড়াই তীব্র হচ্ছে। এ ঘটনার জেরে প্রাণ বাঁচাতে কৌশলে কক্সবাজারের টেকনাফে বেশ কিছু রোহিঙ্গা ঢুকে পড়ছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, সীমান্তের ওপারে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টায় রয়েছেন আরও প্রায় ৫০ হাজার রোহিঙ্গা।
দেশে আরও রোহিঙ্গা নেওয়া হবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, জাতিসংঘ চায় আমরা তাদের আশ্রয় দেই। কিন্তু সীমান্তে আর একজন রোহিঙ্গাকে নেওয়া হবে না।
তিনি বলেন, কিছু রোহিঙ্গা ঢুকে যাচ্ছে, সেটি আমরা জানি। যতোদূর সম্ভব আটকানোর চেষ্টা করছি। যাদের আমরা ধরতে পারছি বিজিবি প্রতিদিন পুশব্যাক করছে। কিন্তু একটি বড় এলাকা নিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে তারা ঢুকছে। সবক্ষেত্রে ধরতে পারছি না। সামর্থ্যের কিছু সীমাবদ্ধতা আছে।
শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: তাজুল ইসলামশেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: তাজুল ইসলাম
জাতিসংঘ শরণার্থী সংস্থা চায় রোহিঙ্গাদের আমরা আশ্রয় দেই জানিয়ে তৌহিদ হোসেন বলেন, কিন্তু তাদের কাছে আমরা স্পষ্ট করেছি যে ১২ লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি। আমাদের ভূমিকা যতোটুকু হওয়ার দরকার তার থেকে বেশি করেছি। আমাদের পক্ষে আর সম্ভব নয়। যারা আমাদের উপদেশ দিতে আসে, তারা বরং তাদের নিয়ে যাক বলেও জানান তিনি।