সিলেটের রায়হান হত্যাা মূল হোতা এসআই আকবর গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
সিলেট (০৯ নভেম্বর): সিলেটের আলোচিত পুলিশ হেফাজতে আলোচিত রায়হান হত্যা ঘটনার মূল হোতা বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল আকবরকে সিলেটের কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট পিবিআই'র পুলিশ সুপার খালেকুজ্জামান জানান, আমাদের একটি দল কানাঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে।
সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ভারতে পালিয়ে যাওয়ার পথে কানাইঘাটের ডনা সীমান্ত থেকে জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর বিকেলে সিলেট নগরের আখালিয়া নেহারিপাড়া এলাকার বাসিন্দা রায়হান আহমেদের (৩৫) মরদেহ পাওয়া যায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। তাঁরা রায়হানের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পান। এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে ওই দিনই সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমেদকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
এই ঘটনায়, এসআই আকবরসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। বরখাস্তদের মধ্যে রয়েছেন কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ ও টিটু দাস। প্রত্যাহার হওয়া তিনজন হলেন এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেন।