Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
সম্ভাব্যতা যাচাই না করেই অনেক প্রকল্প নেওয়া হয়েছিল: তাপস

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সম্ভাব্যতা যাচাই না করেই অনেক প্রকল্প নেওয়া হয়েছিল: তাপস

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৩৯, ১২ নভেম্বর ২০২০  
সম্ভাব্যতা যাচাই না করেই অনেক প্রকল্প নেওয়া হয়েছিল: তাপস

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (১১ নভেম্বর): দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সম্ভাব্যতা যাচাই না করেই ঢাকায় অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছিল। বুধবারের নিয়মিত সাপ্তাহিক পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল, মৎস্য ভবন, শাখারী বাজার, নয়াবাজার, মেয়র হানিফ ফ্লাইওভারের ঢাকা ডেমরা রোডের টোল প্লাজা এবং ঢাকা মেডিক্যাল সংলগ্ন নির্মাণাধীন ফুট ওভারব্রিজের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

নির্মাণাধীন ৬টি ফুট ওভারব্রিজের চলমান কার্যক্রম পরিদর্শনে ডিএসসিসি মেয়র বলেন, অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছিল যেগুলোর সম্ভাব্যতা যাচাই করা হয়নি। সম্ভাব্যতা যাচাই না করে যত্রতত্র যে প্রকল্পগুলো নেওয়া হয়, আমরা পরে দেখি সেগুলো সঠিক বাস্তবায়নও হয় না এবং সেগুলো কার্যকরও হয় না। তিনি বলেন, মৎস্য ভবনের কোণায় ও হাইকোর্টের সামনে এবং পুরান ঢাকার জজ কোর্টের সামনে নির্মাণাধীন ফুট ওভারব্রিজ দুটির চাহিদা রয়েছে। এগুলোর কাজ জরুরি ভিত্তিতে নির্মাণ শেষ করার নির্দেশনা দিয়েছি।

ঢাকায় অনেক পুরনো বাস চলাচল করছে এবং নিবন্ধনের উদ্যোগ নেওয়ার পরেও এখনো নিবন্ধনহীন লাখ লাখ রিকশা চলছে, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, দীর্ঘ ৩৪ বছর পর রিকশা নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। আবেদন পরবর্তী নিবন্ধনের প্রয়োজনীয় কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আমরা আশা করছি, এই মাসের মধ্যেই একটি পর্যায়ে আমরা যেতে পারবো। আর মঙ্গলবার আমরা বাস রুট রেশনালাইজেশন কমিটির যে বৈঠক করেছি সেখানে দুটি সিদ্ধান্ত হয়েছে। তার একটি হলো পুরনো বাস বাদ যাবে, নতুন বাস সংযোজিত হবে।

এসময় করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়