Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মেলার পরিবর্তে ৩১ কর অঞ্চলে মাসব্যাপী রিটার্ন গ্রহণ ও তথ্য সেবা

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেলার পরিবর্তে ৩১ কর অঞ্চলে মাসব্যাপী রিটার্ন গ্রহণ ও তথ্য সেবা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:২৭, ১২ নভেম্বর ২০২০  
মেলার পরিবর্তে ৩১ কর অঞ্চলে মাসব্যাপী রিটার্ন গ্রহণ ও তথ্য সেবা

ছবি: সংগৃহীত


ঢাকা (১২ নভেম্বর): জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলছেন, আয়কর মেলার পরিবর্তে এবার নভেম্বর মাসব্যাপী করদাতাদের আয়কর রিটার্ন গ্রহণ ও কর তথ্য সেবা দেবে দেশের ৩১টি কর অঞ্চল। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশব্যাপী জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি ও জনগণকে কর দিতে উদ্বুদ্ধ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড ২০০৮ সাল হতে জাতীয় আয়কর দিবস এবং ২০১০ সাল হতে আয়কর মেলা আয়োজন করে আসছে। বিরাজমান কোভিড -১৯ পরিস্থিতির কারণে জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে একই স্থানে অতিরিক্ত লোক সমাগম পরিহারের জন্য এ বছর আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে না । তবে মেলার পরিবর্তে নভেম্বর মাসব্যাপী সম্মানিত করদাতাদের আয়কর রিটার্ন গ্রহণ ও কর তথ্য সেবা প্রদান করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ফলে করদাতাগণ স্ব স্ব অধিক্ষেত্রাধীন কর অঞ্চলে মেলার পরিবেশে অগ্রাধিকার ভিত্তিতে সেবা গ্রহণ করছেন ।

তিনি বলেন, ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস। ব্যক্তি শ্রেণীর করদাতাগণের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। তবে রিটার্ন দাখিলের জন্য করদাতার আবেদনের প্রেক্ষিতে উপ কর কমিশনার নির্ধারিত সময়ের অতিরিক্ত দুই মাস এবং পরিদর্শী যুগ কর কমিশনারের অনুমোদনক্রমে আরও অতিরিক্ত ২ দুই  মাস অর্থাৎ সর্বমোট ৪ চার মাস বর্ধিত সময় প্রদান করতে পারবেন। এছাড়া মোট ৬৬৬ জন করদাতাকে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হবে। কোভিড -১৯ পরিস্থিতির কারণে সুবিধাজনক সময়ে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হবে।

এনবিআর জানায়, কোভিড -১৯ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থবিধি মেনে নভেম্বর মাসব্যাপী দেশব্যাপী সকল কর অঞ্চলের কার্যালয়ে ৩০ নভেম্বর পর্যন্ত নির্বিঘ্নে করদাতাগণের রিটার্ন গ্রহণ, টিআইএন প্রদান, কর তথ্য সেবা প্রদান করা হচ্ছে। রিটার্ন দাখিলের পর সম্মানিত করদাতাগণকে তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করা হচ্ছে।

প্রত্যেক কর অঞ্চলের নিজস্ব ওয়েবসাইট কার্যকর ও প্রয়োজনীয় তথ্যসহ হালনাগাদ করার মাধ্যমে করসেবা প্রদান করা হচ্ছে। কর অঞ্চল ভিত্তিক সেবাকেন্দ্র ছাড়াও করদাতাদের সুবিধার্থে স্বাস্থ্যবিধি পালন সাপেক্ষে কর তথ্য সেবা কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ঢাকায় নভেম্বর মাসব্যাপী চলমান আছে এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ঢাকা সেনানিবাসে (সেনা মালঞ্চ) ২৩-২৪ নভেম্বর কর তথ্য সেবা কেন্দ্র স্থাপন করা হবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়