Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বিএনপি নীলনকশা অনুযায়ী নাশকতা করেছে: কাদের

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি নীলনকশা অনুযায়ী নাশকতা করেছে: কাদের

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫৭, ১৩ নভেম্বর ২০২০  
বিএনপি নীলনকশা অনুযায়ী নাশকতা করেছে: কাদের

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (১৩ নভেম্বর): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের চিরাচরিত সন্ত্রাসী পথ পরিহার করতে পারেনি। নীলনকশা অনুযায়ী তারা রাজধানীতে বাসে আগুন দিয়ে নাশকতা করেছে। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা-১৮ নির্বাচনী এলাকার তিনটি স্থানসহ ঢাকার বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস চালানো হয়েছে। সেই পুরানো আগুন সন্ত্রাসের সংস্কৃতির পুনরাবৃত্তি, এটা তারা আগের মতো শুরু করেছে। এর মধ্যে একটি ভিডিও উদ্ধার করা হয়েছে। পুলিশের কাছে আছে। সেখানে চেহারা দেখলে বোঝা যায়। কৌশলটা ছিল এমন যে, বাসের ভিতরে যাত্রী সেজে বসে থেকে। আগুন লাগানোর সময় আগুন আগুন বলে যাত্রী সেজে পেছনের দরজা দিয়ে বেড়িয়ে যায়।’

‘গতকালের নাশকতা প্রমাণ করেছে বিএনপি তাদের চিরাচরিত সন্ত্রাসী পথ পরিহার করতে পারেনি। তাদের নীলনকশা অনুযায়ী রাজধানীতে এই নাশকতা।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির এ ধরনের কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখান করেছে। ত্রাসের রাজত্ব কায়েমের মধ্য দিয়ে রাজনৈতিক ফয়দা লোটার অপচেষ্টা করে যাচ্ছে তারা। এটা তাদের পুরানো অভ্যাস।’

অতীতের মতো আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁত ভাঙা জবাব দেবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

‘বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মহামারি করোনার এই প্রকোপের মধ্যেও তাদের ধারাবাহিক নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। এই সময়ে কোনো সভ্য দেশে এ ধরনের ভয়াবহতার ভাবনা আসাটাও অচিন্তনীয়।’
বিএনপিকে নাশকতা পরিহার করে ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। নির্বাচন জেতা নয়, নির্বাচনকে বিতর্কিত করার লক্ষেই বিএনপি এতে অংশ নিয়েছে বলেও দাবি করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা ১৮-তে আমরা যে পরিমাণ ভোটের আশা করেছি সেই পরিমাণ ভোট পড়েনি। ঢাকা-৫ এর চেয়ে কম ভোট পড়েছে। তবে ঢাকা-১৮ তে ভোট কম পড়েছে বলছে কিন্তু সিরাজগঞ্জ-১ এ ৫১ ভাগ ভোট পড়েছে। সেটা কেউ বলে না। বাংলাদেশ থেকে কি সিরাজগঞ্জ বিচ্ছিন্ন?’ 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়