বৃহস্পতিবার

১৯ সেপ্টেম্বর ২০২৪


৪ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

পণ্যবাহী নৌযান ধর্মঘটের দ্বিতীয় দিন আজ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৫, ২১ অক্টোবর ২০২০   আপডেট: ১৮:১৬, ২১ অক্টোবর ২০২০
পণ্যবাহী নৌযান ধর্মঘটের দ্বিতীয় দিন আজ

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা(২১ অক্টোবর): সারাদেশে দ্বিতীয় দিনের মতো পণ্যবাহী নৌযান ধর্মঘট চলছে। বেতনভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে গত সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে দেশব্যাপী এই ধর্মঘট শুরু হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটের ডাক দেয়। 

এর আগে একই দাবিতে গত দেড় বছরে সারাদেশে তিনবার নৌযান ধর্মঘট ডাক দেয় সংগঠনটি। 

নৌযান শ্রমিকদের ১১ দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নিয়োগপত্র প্রদান, বেতন-ভাতা বৃদ্ধি, খাদ্যভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ড গঠন, কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের মৃত্যু হলে মৃতের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, ভারতগামী নৌযানের শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান, নৌপথে নাব্যতা রক্ষা এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও পুলিশি নির্যাতন বন্ধ।
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়