সিরাজগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
সিরাজগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ (২০ নভেম্বর): সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার ভোর রাত থেকে উকিলপাড়া এলাকার টিনশেড বাড়িটি ঘিরে রেখেছেন র্যাব সদস্যরা।
র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জনান, শুক্রবার ভোর ৫টা থেকে ওই টিনশেড বাড়িটি তারা ঘিরে রেখে অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলন “আশপাশের বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রস্তুতি শেষ হলে আমরা ওই বাড়িতে অভিযান চালাব।” আশপাশের বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রস্তুতি শেষ হলে ওই বাড়িতে অভিযান চালানো হবে।
র্যাব সূত্রে জানা গেছে, ১৪ নভেম্বর রাজশাহীতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে শাহজাদপুরে উকিলপাড়ার ওই বাড়িতে যায় র্যাবের একটি দল।
“ওই বাড়ি থেকে র্যাব সদস্যদের দিকে গুলি ছোড়া হয়। তখন থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আরও র্যাব সদস্য এলে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।”
ওই বাড়িতে কতজন আছেন, বা তাদের পরিচয় কী- সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য মেলেনি। তবে তারা জঙ্গি বলে র্যাব কর্মকর্তারা ধারণা করছেন।
স্থানীয়রা জানান, শিক্ষক ফজলুল হকের বাড়িতে দীর্ঘদিন ধরে এক নারী ভাড়াটিয়া বসবাস করে আসছিলেন। কয়েকমাস আগে বগুড়া থেকে দু'জন লোক ওই বাড়িতে এসে থাকতে শুরু করে। শুক্রবার ভোর থেকে র্যাব ওই বাড়ি ঘিরে রেখেছে।