করোনাভাইরাস: দক্ষিণ কোরীয় দূতাবাস সাময়িক বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২১ নভেম্বর): ঢাকায় দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। এক কর্মীর করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ায় কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। শুক্রবার দূতাবাসের ফেইসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণায় বলা হয়েছে, “২০ নভেম্বর দূতাবাসের একজন কর্মী কোভিড-১৯ পজিটিভ হওয়াতে দূতাবাসের কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষার নিমিত্তে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দূতাবাস সাময়িকভাবে বন্ধ থাকবে।”
জরুরি প্রয়োজনে ইমেইলে (consuldhaka@mofa.go.kr) দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমিত কর্মী দক্ষিণ কোরীয় না বাংলাদেশি নাগরিক তা জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দূতাবাস বন্ধ থাকাকালে ভিসা ইস্যু থেকে শুরু করে সব ধরনের কর্মকাণ্ড বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।