পদ্মা সেতুর ‘ওয়ান-এ’ স্প্যানটি বসছে আজ
পৌনে ৬ কিলোমিটার দৃশ্যমান হবে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা (২১ নভেম্বর) : পদ্মা সেতুর শুরুর স্প্যান ‘ওয়ান-এ’ বসানো হচ্ছে আজ। সেতুর শুরুতেই ১ ও ২ নম্বর পিলারের উপর এটি বসানো হবে। এই স্প্যানটি বসানো হলে সেতুর ৩৮তম সাপ্যান বসানো হবে এবং পৌনে ৬ কিলোমিটার দৃশ্যমান হবে। পদ্মা সেতুর সংশ্লিষ্ট কর্মকর্তারা এতথ্য জানান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শনিবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১ ও ২ নাম্বার পিলারের ওপর ৩৮ তম স্প্যানটি বসানো হবে। এর আগে সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩৭টি বসানো হয়েছে। এরমধ্যে মাওয়া প্রান্তে ৮টি ও জাজিরা প্রান্তে ২৯টি।
শুরু স্প্যান হলেও দেরিতে বসানোর কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইংরেজি ‘এইচ’ হরফের আকৃতির পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ডিজাইন প্রতিটির চাইতে আলাদা। এছাড়া এই স্প্যানটির যন্ত্রাংশ চীন থেকে দেরিতে আসে।
কর্মকর্তারা জানান, অন্যান্য পিলারের চাইরে ১ নম্বর পিলারের গঠন একেবারেই আলাদা। অন্য পিলার গুলোতে ৬/৭টি পাইল ব্যবহার করা হলেও সেতু মুখের পিলার-১ এ ১৬টি পাইল করা হয়েছে। কারণ এই পিলার দিয়েই গাড়ি ও ট্রেন সেতুতে প্রবেশ করবে।
এছাড়া অন্য স্প্যানগুলো পানির উপর পিলারে বসানো হলেও ৩৮ তম স্প্যানটি বসানোর একটি পিলার মাওয়ার স্থলভাগে। মাটিতে পিলার থাকার কারণে স্প্যান পরিবহনের ক্রেন চলাচলের জন্য নদীর পাড়ের একটি বড় অংশ কাটতে হয়েছে বলৈ কর্মকর্তারা জানান।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের প্রসঙ্গে বিজনেসইনসাইডবিডি’কে জানান, ‘গত ১৬ ডিসেম্বর স্প্যানটি বসানোর কথা ছিলো। কিন্তু যেদুটি পিলারের উপর স্প্যানটি বসানো হবে তার একটি জলে অপরটি ডাঙ্গায় থাকায়, পিলার দুটির মাঝখানে স্প্যানবাহী ক্রেন চলাচলের জন্য ড্রেজিং করতে হয়েছে। এছাড়া কারিগরি অন্যান্য খুঁটিনাটি যন্ত্রাংশ প্রস্তুত করতে আরও সময় লেগে যায়। সবকিছুর পরে এখন স্প্যানটি বাসানোর জন্য প্রস্তুত রয়েছে।’
তিনি আরও জানান, শনিবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন ‘তিয়াইন-ই’ ১৫০মিটার দৈর্ঘ্যের ৩৮তম স্প্যানটি নিয়ে নির্ধারিত পিলারের উদ্দেশ্যে রওনা হয়েছে। কারিগরি সমস্যা দেখা না দিলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এদিনই স্প্যানটি বসিয়ে দেওয়া হবে।