করোনার ২০০ কোটি ভ্যাকসিন পরিবহন করবে ইউনিসেফ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ইউএনবি
ঢাকা (২৩ নভেম্বর): করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া মাত্র ২০২১ সালে বিশ্বজুরে ৯২টিরও বেশি দেশে প্রায় ২০০ কোটি ডোজ পরিবহন করবে ইউনিসেফ। এজন্য তারা এয়ারলাইন্স ও মালামাল বহনকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে। খবর ইউএনবি।
ইউনিসেফ সোমবার জানিয়েছে, পরিবহনের প্রস্তুতি অংশ হিসাবে তারা গত সপ্তাহে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও) এবং আন্তর্জাতিক বিমান পরিবহন সমিতি (আইএটিএ) এর সাথে মিলিত হয়ে বিশ্বের বড় বড় আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর সাথে আলোচনা করেছে। এছাড়াও প্রায় এক ১০০ কোটি সিরিঞ্জ সমুদ্রপথে পরিবহনের প্রয়োজন হবে বলে ইউনিসেফ জানিয়েছে।
ইউনিসেফের সরবরাহ বিভাগের পরিচালক ইটলিভা কাডিলি বলেন, ‘ভ্যাকসিন পেতে কাজ চলছে। আর সেই জীবনরক্ষাকারী ভ্যাকসিনটি দ্রুত ও নিরাপদে সরবরাহ করতে ইউনিসেফ এয়ারলাইনস, ফ্রেট অপারেটর, শিপিং লাইন এবং অন্যান্য লজিস্টিকস এসোসিয়েশনের সাথে কাজ চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, এই ঐতিহাসিক ও বিশাল কর্মযজ্ঞের জন্য পর্যাপ্ত পরিবহন ক্ষমতা নিশ্চিত করতে এই অমূল্য সহযোগিতা অনেক দূর এগিয়ে নেবে। সবার সহায়তার মাধ্যমে আমরা বিশ্বজুড়ে ফ্রন্ট লাইনে থাকা কর্মীদের সুরক্ষার জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ, সিরিঞ্জ এবং আরও বেশি ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করতে প্রস্তুত হয়েছি। তাদের রক্ষা করার মাধ্যমে আমরা চূড়ান্তভাবে কয়েক মিলিয়ন বাচ্চাদের সুরক্ষা দিচ্ছি যারা তাদের সেবার উপর নির্ভরশীল।’