ভারতে ভ্রমণ ও ভিসায় নিষেধাজ্ঞা শিথিল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা ২৩ অক্টাবর: ভারতের যাতায়াতের ক্ষেত্রে ও বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভিসা ব্যবস্থা শিথিল করা হয়েছে। এর সঙ্গে ভ্রমণের নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। বৃহস্পতিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারির কারণে ফেব্রুয়ারি মাস থেকে ভারতে যাতায়াতের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছিল। তবে সরকার এখন বিদেশীদের ভারতে প্রবেশে এবং ভারতীয়দের দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী ওসিআই ও পিআইও কার্ডধারী এবং সব বিদেশি নাগরিক (ট্যুরিস্ট ভিসা ছাড়া) বিমানবন্দর ও নৌবন্দরের ইমিগ্রেশন দিয়ে প্রবেশ করতে পারবেন। তবে যাতায়াতের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে হবে।
সরকার প্রচলিত সব ভিসা (ইলেকট্রনিক, ট্যুরিস্ট ও মেডিক্যাল ভিসা ছাড়া) আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে। প্রচলিত অন্যান্য ভিসার মেয়ার শেষ হয়ে গেলে, ভারতের বিভিন্ন মিশন থেকে নতুন ভিসা নেয়া যেতে পারে। বিদেশি নাগরিকরা মেডিক্যাল ভিসার জন্য অ্যাটেনডেন্টসহ আবেদন করতে পারবেন। তবে এ সিদ্ধান্ত বিদেশি নাগরিকদের বিভিন্ন কাজে যেমন বাণিজ্য, কনফারেন্স, কর্মসংস্থান, শিক্ষা ও গবেষণাকাজের জন্য কার্যকর হবে না।
বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে আরো উল্লেখ করা হয়েছে, যাত্রীদের নির্ধারিত ভ্রমণের তারিখের কমপক্ষে ৭২ ঘণ্টা আগে অনলাইন পোর্টালের ফর্মে আবেদন করতে হবে।